বাংলারজমিন

মঠবাড়িয়ায় অপচিকিৎসায় মৃত্যু পথযাত্রী ইমরান

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:২৪ পূর্বাহ্ন

এক গ্রাম্য ডাক্তারের অপচিকিৎসায় ক্যানসারে আক্রান্ত হয়ে ইমরান (৯) নামে এক স্কুলছাত্র মৃত্যু পথযাত্রী হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইমরান মঠবাড়িয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের প্রাইভেটকার চালক মো. বাবুল হাওলাদারের ছেলে এবং ৫৭নং আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। ক্যানসারে আক্রান্ত ইমরান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইমরানের বাবা বাবুল হাওলাদার অভিযোগ করে বলেন, প্রায় পাঁচ মাস পূর্বে ইমরানের গলায় ছোট্ট একটি টিউমারের মতো দেখা যায়। চিকিৎসার জন্য উপজেলার বান্ধবপাড়া গ্রামের গ্রাম্য ডাক্তার মো. আবুল কালামের কাছে নিয়ে গেলে তিনি সঙ্গে সঙ্গে সেখানে অস্ত্রোপচার করে চামচের মতো একটি অস্ত্র ঢুকিয়ে দেয়। অস্ত্রোপচারের পরে রক্ত নিয়ন্ত্রণ করতে না পারায় ইমরানের অবস্থার অবনতি ঘটে। পরে গত বছরের ১৫ই নভেম্বর ঢাকা মেডিকেলে নিয়ে যান। বর্তমানে শিশু ইমরান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এ কে এম আমিরুল ইসলাম খশরুর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তিনি আরো জানান, গ্রাম্য ডাক্তারের অপচিকিৎসায় ছোট ছেলে ক্যানসারের চিকিৎসায় নিঃশ্ব হয়ে গেছি। তিনি গ্রাম্য ওই ডাক্তারের বিচার দাবি করেন। এ ব্যাপারে গ্রাম্য চিকিৎসক আবুল কালাম প্রথমে স্কুলছাত্র ইমরানের টিউমারে অস্ত্রোপচারের কথা অস্বীকার করলেও পরবর্তীতে সার্জিকাল ব্লেড দিয়ে পুঁজ বের করে দেয়ার কথা স্বীকার করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার সোহেল অসহায় স্কুলছাত্র ইমরানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছেন। যোগাযোগের ঠিকানা মোবাইল-০১৭৩৬১০৪৯২০ (বাবুল হাওলাদার)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status