বাংলারজমিন

সিলেটের মখন মিয়াকে মামলা থেকে অব্যাহতি দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৩ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:২৪ পূর্বাহ্ন

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শেখ মো. মখন মিয়াকে ৮ই ফেব্রুয়ারি বন্দরবাজার এলাকায় ভাঙচুর মামলায় ১৮ নম্বর আসামি করায় গতকাল বন্দরবাজারস্থ পৌরবিপণী মার্কেটের ৩য় তলায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। জরুরি সভায় সভাপতিত্ব করেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সদস্য এমএ হান্নান। সভায় শেখ মো. মখন মিয়া চেয়ারম্যানের ব্যক্তি জীবনের কথা উল্লেখ করে বক্তারা বলেন- রাজনৈতিক অঙ্গনে একটি দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন এটা বাংলাদেশের প্রত্যেক মানুষের তার নিজস্ব অধিকার। ব্যবসায়ী নেতা হিসেবে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা প্রতিষ্ঠা থেকে শেখ মো. মখন মিয়াকে সভাপতি হিসেবে মূল্য দিয়ে আসছেন। এই বয়সে তিনি মাজার জিয়ারত, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, বিচারকার্য, ইউনিয়ন পরিষদ ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এমন কি ৮ই ফেব্রুয়ারির ঘটনায় তার নামে যে মামলা হয়েছে ওই দিন তার বাড়িতে ওয়াজ মাহফিল ছিল। যিনি মামলা করেছেন বা যার নির্দেশে মামলাটি রেকর্ড হয়েছে কার কাছে আমাদের ব্যবসায়ী সমাজের দাবি অনতিবিলম্বে ওই মামলা থেকে আলহাজ শেখ. মো. মখন মিয়া চেয়ারম্যানকে অব্যাহতি প্রদান করা হোক। নতুবা সিলেটের ব্যবসায়ীরা এর প্রতিবাদ করতে বাধ্য হবে। জরুরি সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা, সহ-সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল, সাংগঠনিক সম্পাদক এএইচ তাফাদার রুহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, সৈয়দ রাজন আহমদ, প্রচার সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. পংকি মিয়া জালালী, অর্থ সম্পাদক মো. কয়ছর আলী, সহ-সাহিত্য সম্পাদক ইমাম উদ্দীন কামাল, শিল্প বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম কামরুল, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী মো. জামিল, সহ-আন্তর্জাতিক সম্পাদক আনন্দ রায়, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কুদ্দুছ খান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এসএম মুর্জিব, মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল গফুর, সদস্য মো. সাদেক মিয়া, বন্যা ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মুন্না, ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান শিপু, মহেশ ঘোষ, সংগঠনের সদস্য ও সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ইসলাম আলী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status