অনলাইন

পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত

অনলাইন ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৭:১৯ পূর্বাহ্ন

ছবি: পিআইডি

ভ্যাটিক্যান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় আজ সকাল দশটায় পোপের আমন্ত্রণে ভ্যাটিকান সিটিতে যান প্রধানমন্ত্রী। ভ্যাটিকানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। পরে পোপের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরসঙ্গীদের সঙ্গে পোপের পরিচয় করিয়ে দেন।

প্রধানমন্ত্রী পোপকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি চিত্রকর্ম উপহার দেন। অন্যদিকে পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রীকে একটি ক্রেস্ট এবং তার সফরসঙ্গীদের সুভেনিয়ের উপহার দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে গতকাল রোববার ইতালি পৌঁছান। এ সফরে তিনি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি)-এর পরিচালনা পর্ষদের ৪১তম অধিবেশনে যোগ দেবেন। মঙ্গলবার সকালে ওই অধিবেশন শুরু হবে। পরিচালনা পর্ষদের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গেল বছর ৩১শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেছিলেন পোপ ফ্রান্সিস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status