অনলাইন

‘আমরা একটি চেতনার যুদ্ধে জিততে চাই’

স্টাফ রিপোর্টার

১২ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৬:০২ পূর্বাহ্ন

‘মানবতা বিরোধীদের প্রতিহত করি/সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলি/ মুক্তিযদ্ধের চেতনায় দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ফেনীতে ৬দিনব্যাপি গণস্বাক্ষর কার্যক্রম ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজ সোমবার সকালে ফেনী ইউনির্ভাসিটিতে শুরু হওয়া এ কর্মসূচির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নন্দিত অভিনেত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী। কর্মসূচিটি আয়োজন করেছে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও  প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটি। প্রদর্শনীর প্রথম দিন উপস্থিত ফেনী ইউভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সাইফ উদ্দিন শাহ, ট্রেজারার প্রফেসর তায়বুল হক।
এ সময় রোকেয়া প্রাচী বলেন, ফেনীবাসী দুর্নীতির পক্ষে নয়, ফেনী দুর্নীতির জেলা নয়, সন্ত্রাসের নয়, জঙ্গীবাদের নয়, যুদ্ধাপরাধীদের পক্ষের নয়। আমাদের ফেনীর জন্য এটা একটি উল্লেখযোগ্য সময়। যখন আমরা একটি চেতনার যুদ্ধে জিততে চাই। এ যুদ্ধে জিততে হলে কোন রাজনৈতিক দলের হতে হবে এমন নয়। শুধু দেশের পক্ষে থাকতে চাই, মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে চাই। রোকেয়া প্রাচী জানান, জেলার মোট ৬টি উপজেলার ফেনী ১,২,৩ এর সবগুলো আসনের সব উপজেলা ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়ায় ধারাবাহিকভাবে পালিত হবে। পুরো জেলা আশ্রয় প্রকল্প, সরকারি স্কুল ও সরকারি কলেজ, প্রত্যেক স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান, সকল পাড়া মহল্লায় সর্বশ্রেণির মানুষের কাছে সব এলাকায় এই কর্মসূচি পালিত হবে।

রোকেয়া প্রাচী বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান ও  প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটি’ অতীতের ন্যায় সবসময় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। তারই ধারাবাহিকতায় ফেনীতে এ কার্যক্রমটি পালিত হচ্ছে। কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় করছেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন সাজাই’ এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন ন্যাশনাল মিডিয়া ‘বাংলাদেশ প্রেস।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status