অনলাইন

খলিল হত্যা মামলায় দুইজনের ফাঁসি

স্টাফ রিপোর্টার

১২ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ২:৪৯ পূর্বাহ্ন

জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমান হত্যার ঘটনায় দুই আসামিকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ষোষণা করেন। ফাঁসির দ ণ্ড  প্রাপ্তরা- রমজান আলী ওরফে রমজান ও টিপু জীরা। এর মধ্যে রমজান পলাতক রয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা- হাসানুর রহমান, মিনহাজ, শহীদ মোস্তফা ও জাহিদুল ইসলাম। এদের মধ্যে হাসানুর রহমান পলাতক।
উল্লেখ্য, ২০১১ সালের ১লা জানুয়ারি রাতে অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমান মিরপুর-১ নম্বরে শাহ আলী বাগে জনতা হাউজিংয়ে দৃষ্টিপ্রতিবন্ধী ইয়াকুব আলীর ভাড়া বাসায় খলিলুরকে গুলি করে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী হাছিনা পারভীন মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

[এফএম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status