অনলাইন

রূপা হত্যা

৪ জনের ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার

১২ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ১১:৩৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজ ছাত্রী রূপাকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় চার আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা সোয়া ১১টায় এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া। অপর আসামিকে সাত বছরের বারাদ- দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিথ ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাছিমুল আক্তার নাসিম। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শামীম চৌধুরী দয়াল। দ-প্রাপ্তরা-ছোঁয়া পরিবহনের হেলপার শামীম (২৬), আকরাম (৩৫), জাহাঙ্গীর (১৯), চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলী (৫৫)।
উল্লেখ্য, গত ২৫শে আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপাকে চলন্ত বাসে ধর্ষণ করে পরিবহন শ্রমিকরা। বাসেই তাকে হত্যার পর মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে রূপার মরদেহ ফেলে রেখে যায়। পরে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।

[এফএম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status