অনলাইন

দিয়াজ হত্যা

সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন বহিষ্কার

চবি প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৬:৩৯ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার অভিযুক্ত আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক সহকারী প্রক্টর ও সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনেয়ার হোসেনকে সাময়িক বহিষ্কার বিশ^বিদ্যালয় প্রশাসন। আজ রোববার দুপুরে বিশ^বিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার কে.এম নূর আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষক আনোয়ার দিয়াজ হত্যার প্রধান আসামি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ই ডিসেম্বর শিক্ষক আনোয়ার হোসেন আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করায় চবি দক্ষতা ও শৃঙ্গলা দ-বিধি ১৫ (এ) ধারা অনুসারে তাকে ১৬ই ডিসেম্বর পূর্বাহ্ন হতে পূর্ণরাদেশ না দেয়া পর্যন্ত  বিশ^বিদ্যালয়ের চাকরি হতে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে সাময়িক বরখাস্ত হলেও তিনি বিশ^বিদ্যালয় নিয়মানুযায়ী জীবিকা ভাতাদি পাবেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০শে নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকার একটি ভাড়া বাসায় দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে ২৪শে নভেম্বর আদালতে অভিযোগ (সিআর মামলা) দেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী। মামলার এক বছর পর গত ডিসেম্বরে আনোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি জেল হাজতে বন্দি আছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status