অনলাইন

প্রশ্ন ফাঁস

বিকেলে জরুরি সভা ডেকেছে পরীক্ষা মূল্যায়ন কমিটি

স্টাফ রিপোর্টার

১১ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৪:০২ পূর্বাহ্ন

প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে বিকেলে জরুরি সভা ডেকেছে পরীক্ষা মূল্যায়ন কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও কমিটির ১১ জন সদস্য উপস্থিত থকবেন বলে জানা গেছে। সভায় এসএসসি ও সমামান পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত যত তথ্য ও লিংক পাওয়া গেছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, এক সপ্তাহ আগে পরীক্ষা মূল্যায়ন কমিটি করা হয়েছিলো। কমিটি সংক্রান্ত কাগজ পেতে বিলম্ব হওয়ায় আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। কাগজ পাওয়ার পর জরুরি সভা ডেকেছি। এ যাবৎ প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী এবং আমাদের কাছে যত তথ্যাদি আছে সেগুলো নিয়ে আলোচনা হবে।

[এফএম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status