অনলাইন

বিয়ে বাড়িতে আগে খাওয়ায় স্ত্রীকে খুন

অনলাইন ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৮:০৩ পূর্বাহ্ন

বিয়ে বাড়িতে আগে কেন খেয়েছিলে? স্রেফ এই অভিযোগে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের কেষ্টপুরের হানাপাড়ায়। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মৃতের নাম আরতি নস্কর। বছর পঁয়তাল্লিশের ওই বধূ বেশ কিছুদিন আগে ভাইয়ের বিয়েতে বাপেরবাড়িতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্বামী বরুণ নস্কর এবং ছেলে ও পুত্রবধূ। মৃতের ভাই দেবব্রত নস্করের বক্তব্য, অনেক রাতে অতিথিদের খাওয়া-দাওয়া শেষ হয়। এরপর রাত একটা নাগাদ আরতিদেবী খেতে বসেছিলেন। একসঙ্গে খাওয়ার জন্য স্বামীকে ফোন করেছিলেন ওই বধূ। স্ত্রীকে বরুণ জানায় সে পরে আসছে। এরপর অপেক্ষা না করে আরতিদেবী খেতে বসেন। খাওয়ার সময় বরুণ এসে উপস্থিত হয়। কেন তার আগে খেয়েছেন। এই কথা বলে বিয়েবাড়িতে হল্লা জুড়ে দেয়। সবার সমানেই আরতিদেবীকে অপমান করা হয়। মৃতের বাপেরবাড়ির বক্তব্য, সেদিনের ঘটনা স্রেফ ছুতো। তার আগেও একাধিকবার বাড়ির মেয়েকে মারধর করা হয়। শনিবার সকাল নটা নাগাদ পুত্রবধূ চা দেওয়ার জন্য শাশুড়ি ডাকেন। ঘরে ঢুকে তিনি চমকে দেন। দেখেন আরতিদেবী ঝুলছেন। গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় তার শরীর সিলিং থেকে ঝুলছিল। বাগুইআটি থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের বাপেরবাড়ির লোকজন। তাদের অভিযোগ স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেয় স্বামী। আত্মহত্যার তত্ত্ব তারা মানতে চাননি। মৃতের ভাইয়ের বক্তব্য খাট থেকে সিলিংয়ের উচ্চতা অনেকটা বেশি। কেউ মরতে চাইলে এমনভাবে কিছু করা সম্ভব নয়। অভিযুক্ত বরুণ নস্করকে পুলিশ আটক করেছে। পেশায় তিনি অটোচালক। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেছিল। প্রায়ই মদ খেয়ে স্ত্রীর উপর অত্যাচার চালাত বরুণ।  অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে বিয়েবাড়িতে আগে খাওয়ার জন্য বরুণের এমন কাণ্ডে প্রতিবেশীরাও ক্ষুব্ধ। তার শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে। [সূত্র : সংবাদ প্রতিদিন]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status