অনলাইন

কেরানীগঞ্জে দুই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

কেরানীগঞ্জ প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৭:৫১ পূর্বাহ্ন

ঢাকা কেরানীগঞ্জের নাজিরাবাগে হাসানবুক ডিপুর ছাপাখানায় ও জননী বলপেন কারাখানায় এক ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২জন শ্রমিক আহত হয়েছে। তাদের নাম জানা যায়নি। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট  আগুন নিয়ন্ত্রনের জন্য কাজ করছেন। এখনো(এই রিপোর্ট লেখা পর্যন্ত) আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়নি ফায়ার সার্ভিসের লোকজন।  শনিবার বিকাল চারটার দিকে এই  আগুনের সুত্রপাত । জানা যায় দক্ষিন কেরানীগঞ্জের নাজিরাবাগ এলাকায় ঢাকা-মাওয়া সংযোগ সড়কের পাশে একটি টিনসেড কারখানায় পাশাপাশি হাসানবুক ডিপুর ছাপাখানা ও জননী বলপেন কারখানা অবস্থিত। ছাপাখানায় প্রচুর কাগজ ছিল । হঠাৎ ছাপাখানায় আগুন লেগে যায় । আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। সাথে সাথে এই আগুন পাশে অবস্থিত জননী বলপেন কারখানায়ও ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের মানুষ এবং কারখানার শ্রমিকরা প্রথমে আগুন নিভাতে চেষ্ঠা করে ব্যার্থ হয় । পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে কেরানীগঞ্জ ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের জন্য চেষ্টা করে । এই রিােপর্ট লেকখাপর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজন আগুন সম্পুর্নভাবে নিয়ন্ত্রনের জন্য কাজ করে যাচ্ছেন । আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, র‌্যাব, ডিবি ও থানা পুলিশ । কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার জানান, অগ্নিকান্ডের এলাকায় পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশ ঐক্যবদ্ধভাবে নিরাপত্তার কাজ করছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ চন্দ্র বর্মন জানান আগুনের সুত্রপাত সমন্ধে জানা যায়নি। তবে ছাপাখানায় কেমিক্যাল জাতীয় দায্য পদার্থ থাকতে পারে। এই জন্য আগুন কারখানাগুলোতে দ্রুত ছড়িয়ে পড়েছে । এছাড়া কাছাকাছি কোন পানির ব্যবস্থা নাথাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। হাসানবুক ডিপু  ও জননী বলপেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বলেন, আমরা  জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের অন্যতম সরবরাহকারী । তার দাবী এই অগ্নিকান্ডের ঘটনায় ৫ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status