ভারত

পশ্চিমবঙ্গে নব্য জেএমবির আরও তিন জঙ্গি গ্রেপ্তার

কলকাতা প্রতিনিধি

৯ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ১:৩১ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের নব্য জেএমবির আরও তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে গত এক সপ্তাহে মোট ৬ জন নব্য জেএমবি সদস্যকে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছে। গত সোমবার ফারাক্কা থেকে এবং শামসেরগঞ্জ থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফারাক্কা থেকে ধরা হয়েছে মহম্মদ আলি নামে এক জঙ্গিকে। সেই দিনই শামসেরগঞ্জের রতনপুর থেকে ধরা হয়েছে আজার হোসেন ও রুবেল শেখকে। এর আগে এসটিএফ পয়গম্বর শেখ, জমিউল শেক ও শিম মহম্মদ নামে তিন জনকে গ্রেপ্তার করেছে। পয়গম্বর পুলিশকে জেরায় স্বীকার করেছে যে, গত ১৯ জানুয়ারি বুদ্ধগয়ায় দালাই লামার সফরের সময় যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল তাতে পশ্চিমবঙ্গে বেশ কয়েকজন যুক্ত ছিল। কলকাতা পুলিশের এসটিএফ প্রধান মুরলিধর শর্মা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে নব্য জেএমবির ৮-৯টি মডিউলের সন্ধান পাওয়া গেছে। প্রতিটি  মডিউলের সঙ্গে ১০-১২ জন করে সদস্য রযেছে। পুলিশ এই সব মউিলের সদস্যদের গ্রেপ্তার করার অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের কয়েকটি জায়গা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক পুলিশ উদ্ধার করেছে। মুর্শিদাবাদের সাগরদিঘি থানার নয়াগ্রাম থেকে আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে নয়াগ্রামের দু’টি বাড়ি থেকেও প্রচুর পরিমাণ ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। এদিনের অভিযানে এনআইএও অংশ নিয়েছিল। সম্প্রতি ভারতের এক গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছিল, বাংলাদেশের ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গেরই মালদহ জেলায়। পাশাপাশি, আইএসআইএস জঙ্গি সন্দেহে ধৃত বীরভূমের এক যুবকের সঙ্গেও বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির নিয়মিত যোগাযোগ ছিল। বিগত কয়েক বছর ধরেই এই রাজ্যের বাংলাদেশ সীমান্ত এলাকায় জঙ্গিদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের একটি অংশ স্বীকার করেছে যে, পর্যাপ্ত নজরদারির অভাবেই জেএমবির জঙ্গিরা নতুন সংগঠনের আড়ালে সংগঠিত হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status