ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নির্বাচন ঘিরে নোয়াখালীর চরাঞ্চল জুড়ে আতঙ্ক

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
৮ মে ২০২৪, বুধবার

এমপিপুত্র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির মধ্যে নির্বাচনকে ঘিরে চরাঞ্চল জুড়ে ভোটারদের মাঝে আতঙ্ক চলছে। আজ (৮ই মে বুধবার) নোয়াখালীর আলোচিত সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগের ৪ আসনের জাতীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পুত্র আতাহার ইশরাক শাবাব চৌধুরী ও তার দাদা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী সেলিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. নওয়াবুল ইসলাম জানান, ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত সুবর্ণচর উপজেলা নির্বাচনে ৬১টি ভোট কেন্দ্রের ৫০২টি ভোট কক্ষে ১ লাখ ১৯ হাজার ৫৭৮ জন পুরুষ ও ১ লাখ ৫ হাজার ৬০৯ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গতকাল বিকালের মধ্যে সকল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়েছে।  ব্যালট পেপার বুধবার সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, এ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরেপক্ষ। পুলিশ ও আনসারের পাশাপাশি এখানে ৪ প্লাটুন বিজিবি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক কাজ করবেন। তাছাড়া ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পুলিশ, আনসার দায়িত্ব পালনের পাশাপাশি ৮টি ইউনিয়নে দুটি করে স্ট্রাইকিং ১৬টি স্ট্রাইকিং টিম ও টহল টিম থাকবেন।

বিজ্ঞাপন
তাছাড়া তিনি নিজে ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপাররা ও নির্বাচনে তাদের স্ব স্ব দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, জেলায় যেহেতু একটি উপজেলায় নির্বাচন তাই কোনো বহিরাগতকে উপজেলা এলাকায় ঢুকতে অথবা থাকতে দেয়া হবে না।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status