ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

রিয়াল-বায়ার্ন

এবার লড়াই রিয়ালের মাঠে

স্পোর্টস ডেস্ক
৮ মে ২০২৪, বুধবার

চ্যাম্পিয়ন্স লীগের দল বলা হয় রিয়াল মাদ্রিদকে। সবচেয়ে বেশি ১৪ শিরোপা নিয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে তারা। চলতি আসরের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ ঘরের মাঠে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে আতিথেয়তা দেবে স্পেনের ক্লাবটি। প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-২ গোলে ড্র হয়। ফলে আজ ঘরের মাঠে কিছুটা হলেও এগিয়ে থাকবে চার ম্যাচ হাতে রেখে লা-লিগার শিরোপা নিশ্চিত করা দলটি। এই ম্যাচে রিয়াল একাদশে ফিরবেন ডিফেন্সিভ মিডফিল্ডার দানি কারবাহাল। নিষেধাজ্ঞায় থাকা এই স্প্যানিশের জায়গায় প্রথম লেগে মাঠে নামেন লুকাস ভাজকুয়েজ। কারাবাহালের অভাব খুব বেশি পূরণ করতে পারেননি তিনি। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে রিয়ালের এক নম্বর গোলরক্ষক থিবো কোর্তোয়া ম্যাচ খেলার জন্য রেডি থাকলে আন্দ্রে লুনিনের উপরই ভরসা রাখছেন রিয়াল বস কার্লো আনচেলোত্তি। অন্যদিকে বায়ার্নের জন্য অস্বস্তির খবর, নতুন করে রাফায়েল গুয়েরেইরোর চোট।

বিজ্ঞাপন
তবে ম্যাথুস ডি লাইটের চোট থেকে সেরে ওঠা স্বস্তি দিচ্ছে বায়ার্ন বস টমাস টুখেলকে। প্রথম লেগে রিয়ালের রক্ষণে ভয় ধরান জামাল মুসিয়ালা ও লিওরি সানে। দ্বিতীয় লেগেও তাদের দিকেই তাকিয়ে থাকবে বাভারিয়ানরা। তবে বায়ার্নের জন্য সবচেয়ে বড় ভয় চ্যাম্পিয়নস লীগে রিয়ালের বিপক্ষে তাদের সামপ্রতিক রেকর্ড। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগে ২৭ বার মুখোমুখি হয়েছে রিয়াল ও বায়ার্ন। যেখানে ১২ জয় নিয়ে এগিয়ে বাভারিয়ানরা। রিয়ালের জয় ১১ ম্যাচে আর ড্র ৪ ম্যাচে। তবে সামপ্রতিক সময়ে বায়ার্নের বিপক্ষে রিয়ালের জয়জয়কার। শেষ ৮ ম্যাচে রিয়ালের জয় ৬ ম্যাচে বাকি ২ ম্যাচ ড্র। ফলে পরিসংখ্যানে কিঞ্চিত এগিয়ে থাকলেও সামপ্রতিক ইতিহাসের দিকে বায়ার্ন পিছিয়েই থাকছে। এ নিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল। ১৯৭৬ থেকে ২০১২ সালের মধ্যে ৫ বারে ৪ বারই রিয়ালকে টপকে ফাইনালে উঠেছে বায়ার্ন। তবে শেষ দুইবারের লড়াইয়ে (২০১৪ ও ২০১৮) বায়ার্নকে ছিটকে দেয় লস ব্যাঙ্কোসরা। 
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status