ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পটুয়াখালীতে খাল খননের নামে অর্ধশত গাছ নিধন

পটুয়াখালী প্রতিনিধি
৮ মে ২০২৪, বুধবার
mzamin

পটুয়াখালীতে খাল কাটার নামে বিনা নোটিশে রেকর্ডীয় বাড়ির জমিতে লাগানো প্রায় অর্ধশত মেহগনি গাছ উপড়ে ফেলে ও কেটে ধ্বংস করার এক অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালী সদর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামের (ইসহাক মডেল কলেজের দক্ষিণ পাশে এলজিইডি'র উদ্যোগে  টেকসই পানি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৩শ কিঃ মিঃ খাল খনন করার কাজ চলছে। ঠিকাদার সমিতি ওই খাল ভেকু মেশিন দিয়ে কাটতে গিয়ে বিনা নোটিশে বা কোনরকম অবহিত না করে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কার্যকরী কমিটির সহ-সভাপতি সিনিয়র  সাংবাদিক এড. সোহরাব হোসেন এর রেকর্ডীয় বাড়ির জমিতে লাগানো সাত আট বছর বয়সী প্রায় অর্ধশত মেহগনি গাছ উপড়ে ফেলে ও কেটে ধ্বংস করা হয়েছে। তিনি এ গাছ খেকো দস্যুতার প্রতিকার চেয়েছেন। বিনা নোটিশে এবং বাড়ির মালিককে না জানিয়ে প্রায় অর্ধশত গাছ  ধ্বংস করার ঘটনায় স্থানীয় সচেতন মহল ও  সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সদর উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লা জানান, অন্যের ক্ষতি করে কাজ করার নিয়ম নাই। বিষয়টি সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status