ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

টেকনাফে ছুরিকাঘাতে ছাত্রলীগ সভাপতি নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৮ মে ২০২৪, বুধবার
mzamin

কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহ রিয়ার মুরাদকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ সময় তার বড় ভাই এনজিওকর্মী মো. মামুনের ওপর হামলা করে গুরুতর আহত করে। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাহারছড়ার শামলাপুর বাজারে হাজি নুর আহমদ মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ ও মামুন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারের মো. সাইফুল্লাহ কোম্পানির ছেলে। সাইফুল্লাহ বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শামলাপুর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, সোমবার সন্ধার দিকে শামলাপুর বাজারে হাজি নুর আহমদ মার্কেটের পিছনে চিৎকার শোনা যাচ্ছিল। পরে গিয়ে দেখি মুরাদ ও তার বড় ভাই মামুন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মুরাদের মৃত্যু হয়। মামুনের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়েছে। বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছে।

বিজ্ঞাপন
 তিনি আরও বলেন, উখিয়ার জালিয়া পালং ৯ নম্বর ওয়ার্ড মনখালির বাসিন্দা অলিউল্লাহর ছেলে রফিক উল্লাহ (২১) ও একই গ্রামের জকির আহমেদের ছেলে মো. আদিল (২২) ও রাকিবের (২৩) নেতৃত্বে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, নিহত ব্যক্তির সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের মোবাইলে ছবি আদান-প্রদানকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা ছিল। এর জেরে তাদের মধ্যে পূর্বেও একাধিকবার মারামারির ঘটনা হয়েছে। গত সোমবার বিকালে অভিযুক্ত ব্যক্তিরা শামলাপুর বাজারে গেলে তাদের মধ্যে পুনরায় মারামারি লাগে। মারামারির একপর্যায়ে অভিযুক্ত রফিক ও রাকিব মুরাদের গলায় ছুরিকাঘাত করে বলে জানা গেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status