ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সিলেটের অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৮ মে ২০২৪, বুধবার
mzamin

সিলেট সিটি করপোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে নগরীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও নগর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকীর ভাতালিয়াস্থ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে মো. ও বিশিষ্ট সংগঠক আব্দুল হাকিমের পরিচালনায় বক্তব্য রাখেন মো. আলাউদ্দিন বাদশা, মো. আখতার বক্স জাহাঙ্গীর, মো. আফজল উদ্দিন, মাহবুবুর রহমান মন্তাজ, শেখ মো. কবির আহমদ, মালেক আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, উজ্জ্বল রঞ্জন চন্দ, শামসুদ্দিন, মো. ছানাউল হক, আব্দুল করিম, মো. মাহমুদুল হক, শেখ আহমদ, মো. শাখাওয়াত হোসেন, মাহমুদুর রহমান প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাস, ও বিদ্যুতের বার বার মূল্য বৃদ্ধিতে মানুষের জীবন পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। এই অবস্থায় সিলেট সিটি করপোরেশন হঠাৎ করে কোনোরূপ আলাপ আলোচনা না করে হঠাৎ করে হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে, যাতে আমরা নগরবাসী অবগত নই।’ বক্তারা বলেন, ‘বর্তমান স্টেটম্যান বাতিল করে সিটি করপোরেশন প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও সমাজের সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে নতুন করে হোল্ডিং ট্যাক্স আরোপ করতে হবে এবং ১৪ই মে আপত্তি শুনানিসহ সকল কার্যক্রম স্থগিত করতে হবে। নগরবাসীর যৌক্তিক দাবি আদায়ে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মতবিনিময়, মানববন্ধনসহ বিভিন্ন কমসূচি পালন করা হবে।’ মতবিনিময় সভায় সাবেক প্যানেল মেয়র আবদুল কাইয়ুম জালালী পংকীকে আহ্বায়ক করে সচেতন নাগরিক সমাজের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ও ২৭টি ওয়ার্ডের একজন করে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status