ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বাকৃবিতে ছাত্রী-শিক্ষক আপত্তিকর ঘটনায় তদন্ত কমিটি

বাকৃবি (বিশ্ববিদ্যালয়) প্রতিনিধি
৮ মে ২০২৪, বুধবার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবর্ষের এক ছাত্রীর সঙ্গে শিক্ষককে আপত্তিকর অবস্থায় ধরা এবং ঘটনার প্রেক্ষিতে ছাত্রীর দেয়া স্বীকারোক্তির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়।  বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সাত সদস্যের ওই তদন্ত কমিটির সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও প্রাণ-রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফ সাকিলকে দায়িত্ব দেয়া হয়েছে। অন্য সদস্যরা হলেন- সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম, একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন-১, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক  ড. হুমায়ূন কবির এবং মেডিসিন বিভাগের অধ্যাপক ড. আজিমুন নাহার। তদন্ত কমিটিকে আগামী ২ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন বা সুপারিশ প্রদানের জন্য বলা হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও কৃষি অনুষদে অধ্যয়নরত প্রথমবর্ষের এক ছাত্রীকে আপত্তিকর অবস্থায় ধরেন কয়েকজন শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে হলে নিয়ে আসেন। পুরো ঘটনাটি শনিবার রাত দশটা নাগাদ স্বীকার করে লিখিত স্বীকারোক্তি দেন ওই ছাত্রী।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status