ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

‘আবুল কালামকে দাঁতভাঙা জবাব দেয়া হবে’

বান্দরবান প্রতিনিধি
৮ মে ২০২৪, বুধবার

কেন্দ্রীয় বিএনপি’র সিদ্ধান্ত অমান্য করে আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী দলের নাম ভেঙে নেতা-কর্মীদের বিভ্রান্ত করছেন চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম। বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজাকে নিয়ে তিনি পান বাজারের পথসভায় যে বক্তব্য দিয়েছেন তাতে প্রমাণ হয় মানসিকভাবে অসুস্থ হয়েছেন। তাকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।’ মঙ্গলবার দুপুরে স্থানীয় অর্কিড রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন আলীকদম উপজেলা বিএনপি’র নেতারা।  বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চেয়ারম্যান কালামের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাশুক আহমদ ও যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো। এ সময় মাশুক আহামদ বলেন, বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত থাকায় আলীকদমে বিএনপি সমর্থিত কোনো প্রার্থী নেই। নেতাকর্মীরাও ভোট বয়কট করবেন। আলীকদমে চেয়রম্যান প্রার্থী বিএনপি’র বহিষ্কৃত নেতা। তিনি দলটির বান্দরবান জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মিথ্যাচার করেছেন।  জুলফিকার আলী ভূট্টো বলেন, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম মানসিকভাবে অসুস্থ হয়ে না পড়লে এমন মিথ্যাচার করতেন না। পাগলামী ও রাজনৈতিক দেউলিয়াত্ব থেকেই জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।

বিজ্ঞাপন
তিনি আবুল কালামকে সতর্ক হতে বলেছেন, অন্যথায় দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি দেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুবদলের আহ্বায়ক মো. ইলিয়াছ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ উদ্দিন, নয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরিদুল আলম, ছাত্রদল সেক্রেটারি সাদ্দাম হোসেন ও উপজেলা কৃষকদল সভাপতি মীর কাসেম ছুট্টো। এছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আলীকদমে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা ভোট বর্জন করবেন। চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের পিতা আলীকদম উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন না। মিথ্যা বক্তব্য দিচ্ছেন আবুল কালাম।  এছাড়াও তার ৪ বার বিএনপি’র সভাপতি ও ১৭ বছর যুবদলের সভাপতি দাবিটি মিথ্যা। তিনি উপজেলা বিএনপি’র ১ বার আহ্বায়ক ও ১ বার সভাপতি ছিলেন মাত্র। আলীকদমে বিএনপি’র প্রথম কমিটি গঠিত হয়েছিল ১৯৯১ সালে সাবেক চেয়ারম্যান ফরিদ আহাম্মদের নেতৃত্বে। সেখানে আলীমুদ্দিন চেয়ারম্যান ছিলেন না।  জানতে চাইলে বলেন, চেয়ারম্যান প্রার্থী আবুল কালামকে ২০১৯ সালের ৩রা মার্চ বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সুতরাং তিনি দলের কেউ নন।  কেন্দ্রীয় বিএনপি’র সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যানপ্রার্থী  আবুল কালামের পক্ষে নির্বাচন করায় ইতিমধ্যে উপজেলা বিএনপি থেকে যুগ্ম আহ্বায়ক মো. ইউনুচকে বহিষ্কার করা হয়েছে।  একই কারণে চৈক্ষ্যং বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বদরউদ্দিন, আব্দুস সালাম, সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর, সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. আবুল হাশেমকে শোকজ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, মিয়ানমার থেকে অবৈধ গরু চোরাচালনকারী বলে অভিযুক্ত চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম গত ৫ই মে রাতে আলীকদমের পান বাজারের একটি পথসভায় বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজাকে গুণ্ডা বলে অবহিত করেন।  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে গুণ্ডা ডাকার জেরে আলীকদমের সাধারণ জনগণ ও স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে, যা এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status