ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

গোলাপগঞ্জে ভোটের অপেক্ষা

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
৭ মে ২০২৪, মঙ্গলবার

শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা, আর মাত্র একদিন পরই অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮ই মে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। গতকাল ছিল প্রচার-প্রচারণার শেষদিন। আবু ছুফিয়ান উজ্জ্বল দিনের প্রথমভাগে নিকটবর্তী এলাকায় গণসংযোগ শেষে উপজেলার নিজ নির্বাচনী এলাকার ভাদেশ্বর নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে দিকনির্দেশনা মূলক জরুরি পরামর্শ এবং নির্বাচনী সরঞ্জামাদি সমজাইয়া দিতে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। অপর প্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ দিনের প্রথম ভাগে নিজ নির্বাচনী এলাকা উপজেলার সদর ইউনিয়নে গণসংযোগ শেষে নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদরে বিকাল ৪টায় শেষ নির্বাচনী জনসভা করার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত জনসভা স্থগিত ঘোষণা করেন। এদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম দিনের প্রথমভাগে নিজ নির্বাচনী এলাকা ফুলবাড়ী ইউনিয়নে গণসংযোগ করে পৌর এলাকার ২নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বি মরহুম আব্দুর রশিদের জানাজায় অংশ নিতে ফুলবাড়ী বড় মোকাম মসজিদে জোহর এবং জানাজার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। এদিকে গতকাল বিকালে ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে একটি হলরুমে দোয়াত কলমের সমর্থনে শেষ নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। 
তিনি বলেন- আমি আপনাদের সন্তান কারও ভাই কারও চাচা, আমার বড় ভাই মরহুম চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুর পর আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে উপজেলার চেয়ারম্যান বানিয়েছিলেন। আমি ২০ মাস উপজেলার দায়িত্ব পালনকালে সর্বোচ্চ চেষ্টা করেছি আমার ফুলবাড়ীবাসীসহ উপজেলার সকল নাগরিকের পর্যাপ্ত সেবা দেয়ার। জানি না আমি এইকাজে কতোটুকু সফল হয়েছি। আমি আবারো আমার এলাকাবাসীর পরামর্শ এবং সমর্থনে আগামী ৮ তারিখের নির্বাচনে প্রার্থী হয়েছি, আশা করি অতিতের মতো আপনারা আবারো আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। 
 

বিজ্ঞাপন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status