ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপা পড়ে নিহত ২

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
৭ মে ২০২৪, মঙ্গলবার

ঢাকার ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে কুল্লা ইউনিয়নের বরাকৈই এলাকার এসএস এগ্রো ফার্মের নিরাপত্তাকর্মীদের থাকার ঘরের টিনের চাল ও দেয়াল ধসে চাপা পড়ে ২ নিরাপত্তাকর্মী মারা গেছেন। আর আহত হয়েছেন আরও ২ জন। ঝড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই ফার্মের হিসাবরক্ষক কর্মকর্তা কৃঞ্চপদ সরকার। নিহতরা হলেন- নওগাঁ জেলার বাসিন্দা আনিছুর রহমান (৫২) ও গাইবান্ধা জেলার শাহরুল ইসলাম (৪৫)। আর গুরুতর আহত হয়েছেন নিরাপত্তাকর্মী আল মামুন ও হামিদ আলী। জানা গেছে, ধামরাইয়ে রোবরার রাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় প্রচুর বজ্রপাতও হয়। প্রবল ঝড়ের সময় বরাকৈই গ্রামে এসএস এগ্রো ফার্মের নিরাপত্তাকর্মীরা তাদের ঘরে অবস্থান নেন। কিছুক্ষণ পরেই ঝড়ে ঘরের টিনের চাল উঠে যায় এবং ইটের দেয়াল ধসে নিরাপত্তাকর্মীদের ওপর পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমান ও শাহরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
ওই ফার্মের হিসাবরক্ষক কর্মকর্তা কৃঞ্চপদ সরকার নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের ব্যাপক ঝড় হয়েছে। এ ঝড়েই দেয়াল চাপা পড়ে মারা গেছেন এগ্রো ফার্মের দুই নিরাপত্তাকর্মী। সাভার মডেল থানার এসআই মাজাহারুল ইসলাম জানান, সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এখন আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status