ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৬ মে ২০২৪, সোমবার, ৯:০৫ অপরাহ্ন

mzamin

সাপ্তাহিক ছুটির দিন শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ১১ই মে এক ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করবেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেইসঙ্গে সরকারের সিদ্ধান্ত বাতিল না করলে প্রতি শনিবার পুরো কর্মদিবস কর্মবিরতির মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। সোমবার বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লবের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

এতে বলা হয়েছে, শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না রাখার জন্য শিক্ষক সমাজের পক্ষে আগেই বিবৃতি দেয়া হয়েছে, যা গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে। সরকারের এমন একতরফা সিদ্ধান্তে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকরা সংক্ষুব্ধ। এ পরিস্থিতিতে প্রতিবাদস্বরূপ ‘কর্মবিরতি’ পালনের জন্য মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। সরকারের সিদ্ধান্ত বাতিল না করলে প্রতি শনিবার পুরো কর্মদিবস ‘কর্মবিরতি’র মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ শিক্ষক কিংবা শিক্ষার্থীর সৃষ্ট নয়। পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে, আগেও হয়েছে। সে কারণে নির্ধারিত ছুটি কমিয়ে দেয়া কোনোভাবেই কাম্য নয়। একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের চিকিৎসা নেয়া, আত্মীয়ের বাড়িতে বেড়ানো, আচার-অনুষ্ঠান ও বিশ্রামসহ বিভিন্ন পরিকল্পনা থাকে।

বিজ্ঞাপন
একদিনের ছুটিতে যাবতীয় কাজ ও সমস্যার সমাধান করা সম্ভব নয়। এতে সামাজিক, শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন হবে। জাতীয় দিবসগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান নিতে হচ্ছে, অথচ সেদিন অন্যদের ছুটি। শুধু তাই নয়, শিখন ঘাটতি পূরণ করতে গত বছরের গ্রীষ্মকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। চলতি বছর রমজানের ছুটি কমানো হয়েছে, যা মোটেই সুবিবেচনাপ্রসূত হয়নি। এসব সিদ্ধান্ত নির্লিপ্ততারই বহিঃপ্রকাশ।

পাঠকের মতামত

ছুটি সপ্তাহে ৪ দিন করা হোক। আর বাকি ২দিন বেতন নেওয়ার জন্য হাজিরা সিটে সই করবে। বেতন তৌ নেওয়া লাগবে। আর আমরা যখন ছোট ছিলাম ছুটি খুজেই পাইতাপনা। শুধু বলতাম বৃষ্টি কেন হয়না। আর এখন ছুটির শেষ নাই,আহ্ জাতির মেধা এরাই শেষ করে দিবে।

shohel
৭ মে ২০২৪, মঙ্গলবার, ১১:২০ পূর্বাহ্ন

সার্কাস!

সাধারণ মানুষ
৭ মে ২০২৪, মঙ্গলবার, ৯:২৬ পূর্বাহ্ন

বর্তমানে শিক্ষার নামে যা চলছে তা তামাশা ছাড়া কিছুই নয়। সেই দৃষ্টিকোণ থেকে তাদের দাবী যৌক্তিক।

মোহাম্মদ আলী রিফাই
৬ মে ২০২৪, সোমবার, ১১:২৭ অপরাহ্ন

শিক্ষকরা কলুর বলদ।

noor mohammad
৬ মে ২০২৪, সোমবার, ১০:৫৬ অপরাহ্ন

Leave should be two days like other government offices.Thanks

Md Delwar Hossain
৬ মে ২০২৪, সোমবার, ১০:২৭ অপরাহ্ন

স্কুলেতো পাচদিনই ঠিকঠাক পড়ায় না। ছয়দিন খোলা রাখা মানে অভিভাবক ও ছাত্র ছাত্রীদের হয়রানি ছাড়া আর কিছুই না।

M.A Islam
৬ মে ২০২৪, সোমবার, ১০:২৪ অপরাহ্ন

আতেল কমেন্টকারীদের কাছে জানতে চাই যে, এই দেশে স্কুলে কি কোন পড়াশোনা হয় নাকি? কর্মচারীদের ২ দিন ছুটি লাগবেই কারণ তারাও মানুষ আর তাদের পরিবার আছে, পারিবারিক কাজ আছে।

বলদ কমেন্টকারীদের ধো
৬ মে ২০২৪, সোমবার, ১০:০৫ অপরাহ্ন

ওই শিক্ষকদের ছোটবেলায় কি শনিবারে ছুটি ছিল?

দেশপ্রেমিক নাগরিক
৬ মে ২০২৪, সোমবার, ৯:২২ অপরাহ্ন

ছুটি আরো তিনদিন যোগ করার আন্দোলন করতে পারেন শিক্ষকগণ... আহ্ জাতির মেধা এরাই শেষ করে দিবে

অলস মস্তিষ্ক
৬ মে ২০২৪, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

১০

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status