ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ৬ মে ২০২৪, সোমবার, ৮:৫০ অপরাহ্ন

mzamin

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুদিনব্যাপী  বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু পৌরপার্কে এ মেলা অনুষ্ঠিত হয়। জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্ষুদে বিজ্ঞানী ও উদ্ভাবকদের উৎসাহ প্রদান ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন নরসিংদীর আয়োজনে এ মেলায় বিভিন্ন স্কুল-কলেজ ও ক্লাবের ৪৬টি প্রজেক্ট নিয়ে শিক্ষর্থীরা অংশগ্রহণ করে। মেলায় মোট স্টল ৫৩টি। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. শাবিরুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌর মেয়র আলহাজ আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোবাশ্বের আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, জেলা শিক্ষা অফিসার মো. মোবারুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তা, সুধীজন উপস্থিত ছিলেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status