ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

টেন হাগের বিশ্বাস ইউনাইটেডেই থাকবেন ব্রুনো

স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

ব্রুনো ফার্নান্দেজের একটি মন্তব্যের সূত্র ধরে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনা থামানোর চেষ্টা করলেন এরিক টেন হাগ। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ বললেন, ওল্ড ট্র্যাফোর্ডে সুখে আছেন পর্তুগিজ তারকা। গত সপ্তাহে ডিএজেডএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ফার্নান্দেজ বলেন, আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন তিনি এবং তিনি ও ক্লাব চাইলেই কেবল ইউনাইটেডে থাকবেন। 
আজ কোচ টেন হাগ বলেন, আমি জানি ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে পেরে সে খুব খুশি। ডাচ কোচ চান, চুক্তির মেয়াদ অর্থাৎ ২০২৬ পর্যন্ত প্রিমিয়ার লীগের সফলতম দলটির হয়েই খেলুক পর্তুগিজ মিডফিল্ডার। টেন হাগ বলেন, “ব্রুনো ফার্নান্দেজ অনেক খেলোয়াড়ের জন্য খুব ভালো উদাহরণ। সে সত্যিকারের লড়াকু। গত মৌসুমে (এফএ কাপ) সেমিফাইনালে ব্রাইটনের বিপক্ষে সে গোড়ালির গাঁটের চোট নিয়ে খেলেছিল। এটা অবিশ্বাস্য।” ম্যানইউ কোচ বলেন, “সে দৌড়াতে পারছিল না তবুও মাঠে ছিল। সে সবসময়ই খেলতে প্রস্তুত থাকে। সবসময়ই কাজটা করে এবং দলে প্রাণশক্তি যোগায়।

বিজ্ঞাপন
সাফল্যের জন্য এই ধরনের রসদ খুব প্রয়োজন।” সোমবার তালিকার ১৪ নম্বরে থাকা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামার আগে ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে অষ্টম স্থানে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ ম্যাচে নিউক্যাসলের ৫৬ ও চেলসির সংগ্রহ  ৫৪ পয়েন্ট।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status