ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মতলব দক্ষিণে তিন নেতার লড়াই

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
৭ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন আগামী (৮ই মে) বুধবার অনুষ্ঠিত হবে। সোমবার প্রচারণার শেষদিন। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীগণ। প্রত্যেকেই আধুনিক উপজেলা গঠনের অঙ্গীকার নিয়ে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন ভোটারদের। ভোটযুদ্ধে তিন চেয়ারম্যানের ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ তার চলমান কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনার অসমাপ্ত কাজ নিয়ে ঘোড়া মার্কায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন। অপরদিকে সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার ভোটারদের তার সময়কার উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যতে স্মার্ট পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন দোয়াত-কলম মার্কায়। এদিকে এবারই প্রথম মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন। তৃণমূল পর্যায়ে জনসেবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত স্মার্ট স্বনির্ভর উপজেলা গড়ে তোলার প্রত্যয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

বিজ্ঞাপন
পিছিয়ে নেই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার আঁখি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল মার্কা নিয়ে। অপর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিলা মণির নির্বাচনী প্রতীক হাঁস। তারা উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
সৈয়দ মনজুর হোসেন রিপন নির্বাচনে জনসমর্থনের বিষয়ে বলেন, উপজেলা পরিষদ নির্বচনে উপজেলাবাসীর কাছে আমি নতুন মুখ। আমি সবসময় জনগণের সঙ্গে আছি। তাই আমার জনসমর্থনও আছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার লালিত স্বপ্ন দেশ এবং দেশের মানুষের জন্যে কাজ করা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চেয়ারম্যান প্রার্থী ৩ জনের মধ্যে আমি বয়সে তরুণ। মতলবের তরুণ সমাজসহ দলমত নির্বিশেষে উপজেলার জনগণ আমাকে জনসেবার সুযোগ দিলে স্মার্ট উপজেলা গঠনের চেষ্টা করবো ইনশাআল্লাহ্‌।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার বলেন, আমি পাঁচ বছর দায়িত্ব পালন করে আধুনিক মতলব উপহার দেয়ার চেষ্টা করেছি।  উপজেলাবাসী ভোটের মাধ্যমে আমাকে আবারো নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।
উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে বলেন, আমি উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রায় সাড়ে তিন বছর আমার সময়টুকু দলমত নির্বিশেষে সকলের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেছি। জনগণ আমার কাজের মূল্যায়ন করে আবারো আমাকে আমার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কায় ভোট দেবে বলে উপজেলাবাসীর কাছে প্রত্যাশা করি।  
উল্লেখ্য, এই নির্বাচনে ৫৭টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। অপরদিকে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শওকত আলী দেওয়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status