ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কালীগঞ্জে লড়াই হবে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ

সাতক্ষীরা সংবাদদাতা
৭ মে ২০২৪, মঙ্গলবার

শেষ মুহূর্তে জমে উঠেছে প্রথম ধাপের সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। প্রচারণার শেষ দিন রোববার (৫ই মে) প্রার্থীরা চষে বেড়ান পুরো উপজেলা। করছেন উঠান বৈঠকসহ নানা কৌশলে প্রচার-প্রচারণা, মূল উদ্দেশ্য ভোট প্রার্থনা। আসছে আগামী ৮ই মের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এরই মধ্যে এই তীব্র গরমেও চায়ের কাপে ঝড় তুলছেন ভোটাররা। আলোচনা-সমালোচনার তীর তাক করে আছে প্রার্থীদের দিকে। সকলের চাওয়া সৎ, যোগ্য, নিষ্ঠাবান প্রার্থীই হোক এবারের উপজেলা চেয়ারম্যান। কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী (ঘোড়া) এবং উপজেলা আওয়ামী লীগের যগ্ম-সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন (আনারস)।
উপজেলা ঘুরে দেখা গেছে, চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মেহেদী হাসান (সুমন) ও সাঈদ মেহেদী প্রচারের অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে বেড়াচ্ছেন। তারালী, ভাড়াশিমলা, মথুরেশপুর, নলতা, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, চাম্পা ফুল, দক্ষিণ শ্রীপুর, কুশলিয়া, ভাড়া সিমলা, রতনপুর, ধলবাড়িয়া মোট ১২টি ইউনিয়নের মানুষের দরজায় কড়া নাড়ছেন ২ প্রার্থী। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণের সঙ্গে কথা বলে জানতে পারি ১২টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের চেয়ারম্যান সরাসরি সমর্থন জানিয়েছেন আনারস প্রতীকের মেহেদী হাসান সুমনকে।

বিজ্ঞাপন
তাদের দাবি মা-মাটি মানুষের সঙ্গে মিশে চলে সুমন। নলতা বাজারের ফল ব্যবসায়ী মো. আরিজুল ইসলাম বলেন, যার ব্যবহার, আচার আচারণে আমরা খুশি তাকে ভোট দেবো, যে আমাদের খোঁজখবর রাখে সে হলো সুমন ভাই। ৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, আমরা উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি তারা যাতে ভোটকেন্দ্রে আসেন। এ ছাড়া এবারের নির্বাচনে যে দুইজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে আমাদের দৃষ্টিতে আনারস প্রতীকের শেখ মেহেদী হাসান (সুমন) একজন জনবান্ধব প্রার্থী হিসেবে মনে হয়েছে। তিনি নির্বাচিত হলে জনগণ তার কাছে যেকোনো কাজে, যেকোনো সময় যেতে পারবেন। আমরা প্রায় সব চেয়ারম্যানরা সুমন ভাইয়ের জয়ের ব্যাপারে আশাবাদী। 
চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মেহেদী হাসান (সুমন) বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হলে কালীগঞ্জ উপজেলার প্রত্যেক সাধারণ মানুষ চেয়ারম্যান হবে, আমি সবার সুমন হয়ে থাকবো, উপজেলার জন্য বরাদ্দকৃত প্রতিটি বাজেট সবার সামনে প্রকাশ করবো, আমি দুঃস্থ, অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো আজীবন। তাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো। আমার সব সময় মনে হয়েছে সাধারণ মানুষের পাশে যাওয়া উচিত, আর আমি সেটাই করছি। যেভাবে আমাকে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ কাছে টেনে নিয়েছে, সেই জায়গা থেকে বলতে পারি আমি জয়ের ব্যাপারে ১০০ ভাগ  আশাবাদী।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাঈদ  মেহেদী বলেন, জনগণ আমার বিগত দিনের কাজের প্রতি আস্থা রেখেছে বলেই আমার পক্ষেই রয়েছেন। আমি বিগত দিন জনগণের জন্য কাজ করেছি যার ফলস্বরূপ আবারো আমি চেয়ারম্যান পদে জয়লাভ করবো। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন, কর্ম দক্ষতায় গ্রাম হবে শহর আমি কালীগঞ্জ উপজেলাকে ৪৮৬ থেকে ১ নম্বরে নিয়ে এসেছি। বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেই তালে তাল মিলিয়ে এই উপজেলাকে স্মার্ট উপজেলা বানানোর পথেই আছি। আমি বিশ্বাস করি জনগণ এবারো আমাকে চেয়ারম্যান হিসেবে জয়ী করবেন। উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা পরিষদের এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এবারের নির্বাচনে কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৮১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৪১৬ জন, নারী ভোটার রয়েছেন ১লক্ষ ২২ হাজার ৩৯৫ জন এবং হিজড়া সম্প্রদায়ের ২ জন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status