ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চকরিয়া-পেকুয়ায় অপরাধের স্বর্গরাজ্য জাফরের

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া (কক্সবাজার) থেকে
৭ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

চেয়ারম্যান প্রার্থী সাবেক এমপি জাফর কক্সবাজারের চকরিয়া-পেকুয়ায় গড়ে তুলেছেন সন্ত্রাসের স্বর্গরাজ্য। তার বিরুদ্ধে রয়েছে খুন- ডাকাতিসহ একডজন মামলা। নিজস্ব বাহিনী গঠন করে খুনসহ বিভিন্ন অপরাধ করে দাবড়িয়ে বেড়াচ্ছেন তিনি। দুই উপজেলায় জাফরের কথাই যেন আইন। নিজস্ব বাহিনী ব্যবহার করে খুন, পাহাড় কাটা, নদীদখল, চিংড়ি ঘের দখল ও অবৈধভাবে বালু উত্তোলসহ বিভিন্ন অপরাধ অবাধে করে যাচ্ছেন। তবুও যেন নিশ্চুপ প্রশাসন। অনুসন্ধানে জানা যায়, জাফর আলমের বিরুদ্ধে বিভিন্ন সময় হওয়া মামলার মধ্যে অন্যতম হচ্ছে হত্যা মামলা জি.আর ১৮৫/২০০০ চকরিয়া (চকরিয়া থানার মামলা নং-৩০ (৬) ২০০০ইং,  ডাকাতিসহ হত্যা মামলা নং- জিআর ৭৯/৯৯ চকরিয়া (চকরিয়া থানার মামলা নং-১১(৪) ৯৯ইং, ডাকাতি করতে গিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা নং- জিআর ৭২/৯৯ চকরিয়া (চকরিয়া থানার মামলা নং-৪ (৪) ৯৯ইং, কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে ডাকাতির এসটি মামলা নং-১১১/২০০৩, চকরিয়া থানায় মামলা নং-০৫, জিআর, নং-৩৯০/২০০১, জাল টাকার মামলা জিআর ৩৩৭/০১ চকরিয়া (চকরিয়া থানার মামলা নং ৬(৯)০১, এসপিটি ৩৪৫/০৩, ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং দক্ষিণ পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হুমায়রা আজাদীর উপর নির্যাতনের ঘটনায় কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা নং সিপি ১৭৮/২০১৭, কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে ক্রিমিনাল ’ল এমেন্ডমেন্ট অ্যাক্ট এর ৪ ধারা অনুযায়ী নালিশি মামলা নং-১৫/২০২০,  জিআর ৪৬/৯৯ চকরিয়া (চকরিয়া থানার মামলা নং২৫(২)৯৯ ইং, জিআর ৭৫/৯৯ চকরিয় (চকরিয়া থানার মামলা নং৭(৪)৯৯ ইংসহ একাধিক মামলা। ভয়ঙ্কর সব অপরাধের সঙ্গে জড়িত সাবেক এমপি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর। তার অর্জিত অবৈধ সম্পত্তি ও সন্ত্রাসী বাহিনী টিকিয়ে রাখতে উপজেলা নির্বাচন করছেন বলে অভিমত সচেতন মহলের। বিভিন্ন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তার জুলুম-অত্যাচারে এলাকার মানুষ মুখ না খুললেও এখন খুলতে শুরু করেছে।

বিজ্ঞাপন
গত জাতীয় সংসদ নির্বাচনে তার বিরুদ্ধে ব্যাপক আলোচনায় এসেছেÑ সাধারণ মানুষের জমি দখল করে মার্কেট নির্মাণ, চিংড়িঘের দখল, গরু চুরি, বিভিন্ন অপরাধে উঠে এসেছে জাফরের গঠিত বাহিনীসহ তার নাম। এছাড়া গত বছরের ১৫ই আগস্ট সাঈদীর গায়েবানা জানাজায় গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনায় জড়িত বলে খুন হওয়া পরিবারের অভিযোগ। এসব কারণে সরকার তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়নি। তাকে এবার প্রতিহত করতে এ দুই উপজেলার মানুষ ঐক্যবদ্ধ ছিল বলে জানান একাধিক আওয়ামী লীগ নেতা। তার পতনও হয় গত জাতীয় সংসদ নির্বাচনে। নৌকা না পেয়ে স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে বিপুল ভোটের ব্যবধানে কল্যাণ পাটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ সৈয়দ মোহাম্মদ ইবরাহীমের (বীরপ্রতীক) কাছে পরাজিত হন। গত বছরের ১৫ই আগস্ট অস্ত্রধারীর পাশে দাঁড়িয়ে মিছিলে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন জাফর আলম। স্ত্রী শাহেদা বেগমের নামে কেনা জমি দখল নিতে সোহেল নামে এক ছাত্রলীগ নেতা নিহত হন। এ পর্যন্ত জাফর আলমের নেতৃত্বে মিছিল থেকে তার বাহিনী গুলি চালিয়ে প্রতিপক্ষের অন্তত ৫ জন রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে। তার পিএস আমিন প্রকাশ বার্মমাইয়া আমিন নামে পরিচিত। তার ভাতিজা রুবেল গড়ে তুলেছেন নিজস্ব একাধিক অস্ত্রধারী ক্যাডার বাহিনী। এই বাহিনী চকরিয়া ও পেকুয়া উপজেলায় অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে বলে চকরিয়া উজেলা আওয়ামী লীগের সভাপতি ছরোয়ার আলম। গত বছরের ১৯শে ডিসেম্বর পেকুয়ার একটি নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতির পদ থেকেও বহিষ্কৃত হন জাফর।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছরোয়ার আলম জানান, বাটি জাফর এক সময়ে সড়ক ও চিংড়িঘের ডাকাতি ও কালোবাজারি ব্যবসা করতেন। তার কাছে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছে। এ নির্বাচনে তারা প্রতিশোধ নিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি জাফর আলম তার অস্ত্রসজ্জিত ক্যাডার বাহিনী নিয়ে প্রকাশ্যে দৈনিক মানবজমিন পত্রিকার চকরিয়া কক্সবাজার প্রতিনিধি, স্থানীয় দৈনিক ইনানীর স্টাফ রিপোর্টার ও চকরিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহকে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status