ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

উপজেলা পরিষদ নির্বাচন

নাসিরনগরে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ৩ প্রার্থীর মধ্যে

সরাইল ও নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৭ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচন। আগামীকাল। চেয়ারম্যান পদে লড়ছেন ৫ প্রার্থী। ভোটার ও স্থানীয়দের মতে ৩ প্রার্থীর মধ্যেই হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রার্থীরা হলেন- এটিএম মনিরুজ্জামান ( কৈ মাছ), রুমা আক্তার (ঘোড়া) ও মো. ওমরাও খান (আনারস)। আজ পর্যন্ত এই ৩জনের অবস্থা এমন যে, ‘এনি বডি গেইম।’ বিভিন্ন কারণে ১৩ ইউনিয়নের নারী-পুরুষের মনে স্থান করে নিয়েছেন তারা। তাদের অধিকাংশের মতে ৮ তারিখে চেয়ারম্যান পদে মূল লড়াইটা হবে ত্রিমুখী।
সরজমিন অনুসন্ধানে ভোটার ও সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোটাররা প্রার্থীদের যোগ্যতা ও ভোটের হিসাব কষছেন ক্যালকুলেটর টিপে। তবে নির্বাচনটিকে ঘিরে উপজেলার ১৩টি ইউনিয়নেই চলছে ব্যাপক আনন্দ ও উৎসাহ- উদ্দীপনা। শেষের দিকে টাকায় ভোট বিক্রির ধারণা উড়িয়ে দিচ্ছেন তারা। বর্তমানে  চেয়ারম্যান পদে এখানে লড়ছেন ৫ প্রার্থী।

বিজ্ঞাপন
এ তালিকায় রয়েছেন নাসিরনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান (কৈ মাছ)। নাসিরনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত গোলাম নূরের মেয়ে, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ-বিষয়ক সম্পাদক মো. নাজির মিয়ার স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমা আক্তার (ঘোড়া), উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি (সদ্য বহিষ্কৃত) ও কুন্ডা ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. ওমরাও খান (আনারস), বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী প্রমুধ রঞ্জন সূত্রধর (মোটরসাইকেল) ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়  (দোয়াত-কলম)। প্রদীপ কুমার হৃদরোগজনিত কারণে বর্তমানে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকের পরামর্শ অনুসারে তিনি নির্বাচনে অংশগ্রহন করতে পারছেন না। তাই সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আরও ৩ দিন আগেই।  পোস্টার লিফলেটে ছেয়ে গেছে উপজেলা সদর থেকে শুরু করে প্রতিটি গ্রাম-পাড়া-মহল্লা। মাইকিং আর মিছিলের শব্দে উত্তপ্ত ১৩টি ইউনিয়ন। সাধ্যমতো করছেন শো-ডাউন। নির্বাচনী সভার পাশাপাশি অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে বিশাল মোটরবাইক শোডাউন করছেন। তীব্র দাবদাহ উপেক্ষা করে প্রার্থী ও তাদের সমর্থকরা দলে-গ্রুপে বিভক্ত হয়ে দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীদের এমন কদরে দারুণ খুশি ভোটাররা। সেই সঙ্গে আগামী পাঁচবছর ছায়া দিয়ে শান্তিতে রাখার প্রতিশ্রুতিও দিচ্ছেন। অনেক প্রার্থী তাদের অতীত কর্মকাণ্ডের ভুলের জন্য ভোটারদের কাছে ক্ষমাও প্রার্থনা করছেন। দোকানপাট, রাস্তা ঘাটে, হাঁটে বাজারে অবসরে শুধু নির্বাচনের আলোচনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভোটাররা। কিছু চায়ের দোকান ও রেস্তরাঁ যেন মিনি পার্লামেন্ট। আর প্রতিপক্ষকে জনপ্রিয়তায় মাটিতে নামিয়ে দিচ্ছেন। তৃণমূলের জনগণের আলোচনায় আসছে সৎ যোগ্য ও জনগণের সেবককেই তারা ভোট দিতে চান। অযোগ্য, চরিত্রহীন, ভূমিদস্যু ও মামলাবাজ প্রকৃতির কোনো ব্যক্তিকে তারা ওই চেয়ারে দেখতে চান না। তবে নামপ্রকাশ না করার শর্তে একাধিক ভোটার বলেছেন, নির্বাচনে টাকার ছড়াছড়ি হবে না। এই নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। কারণ আমরা এখনই নমুনা ভালো দেখছি না। অনেক প্রার্থীর সমর্থকদের বলতে শুনি নির্বাচন তো হবে শেষের দুইদিন দুইরাত। নির্বাচনের ২-১ দিন আগে টাকা দিয়ে সব ঠিক করে নেবো। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীই জয়লাভের বিষয়ে আশাবাদ ব্যক্ত করলে সাধারণ ভোটাররা বলছেন মূল লড়াই হবে তিনজনের মধ্যে। সামান্য ভোটের ব্যবধানে তিনজনের যে কেউ চেয়ারম্যান নির্বাচিত হবেন। এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া মুঠোফোনে বলেন, আমি এখন ব্যস্ত আছি। পরে ফ্রি হয়ে আপনাকে জানাবো। 
প্রসঙ্গত, নাসিরনগরে ১৩টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৯৩ টি। মোট ভোটার ২ লাখ ৫৬ হাজার ২৬৬। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানকার নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানের কাজ শতভাগ শেষ হয়নি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status