ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি হুথিদের

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৬ মে ২০২৪, সোমবার, ১:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৭ পূর্বাহ্ন

mzamin

লোহিত সাগের মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের যোদ্ধাগোষ্ঠা হুথি সংগঠন। হুথি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চলানোর পর ইয়েমেনের উপকূলবর্তী আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। হামলায় সেখানে মার্কিন নৌবাহিনীর জাহাজকে পরাজিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র ওই গোষ্ঠীটি। এছাড়া ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন জাহাজ বা ইসরাইলগামী যেকোনো জাহাজের বিরুদ্ধেও হামলার সতর্ক বার্তা পুনর্ব্যক্ত করেছে তারা। এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়, হুথি নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সি তার এক প্রতিবেদনে জানিয়েছে যে নিজেদের জলসীমার মধ্যে প্রতিটি ইসরাইলগামী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। ফিস্তিনিদের সমর্থনে গত বছরের ৭ অক্টোবর থেকে লোহিত সাগরে ইসরাইলগামী বিভিন্ন দেশের জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত এই যোদ্ধাগোষ্ঠীটি। এক্ষেত্রে ভূমধ্যসাগরসহ ইয়েমেনের তীরবর্তী অঞ্চলে বেশ কয়েকবার যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে এসব যৌথ হামলা মোকাবিলা করে তাদের নৌবহরকে লক্ষ্যবস্তু  করে পাল্টা হামলা চালিয়েছে হুথিরা। গত কয়েক মাসে হুথিদের ঠেকাতে মার্কিন ও বৃটেনের যৌথ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে সাবা নিউজ এজেন্সি। 

সাবা নিউজ তার প্রতিবেদনে আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ ইসরাইলের মতো শক্তিশালী অস্ত্রধারী নৌবাহিনীকে শক্তভাবে মোকাবিলা করে এখনো ফিলিস্তিনিদের পক্ষে লড়ে যাচ্ছে হুথিরা। অন্যদিকে ভূমধ্যসাগরে ইসরাইলগামী সকল জাহাজে হামলা জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন হুথির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। 

এছাড়া দখলদার ইসরাইল যদি গাজায় হামলা অব্যাহত রাখে তাহলে ইসরাইলকে মদদ দেয়া যেকোনো জাহাজেও হামলার তীব্রতা বৃদ্ধি করা হবে বলে হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেন হুথি বাহিনীর সামরিক ওই নেতা।

বিজ্ঞাপন
হামাস-ইসরাইল সংঘাতের পর থেকে এ পর্যন্ত হামাসের সমর্থনে হুথিদের শতাধিক ক্ষেপণাস্ত্র ইসরাইলপন্থী বিভিন্ন জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এছাড়া বিভিন্ন সময় লোহিত সাগরে মার্কিন ও ব্রিটিশ জাহাজে ড্রোন হামলাও চালিয়েছে হুথিরা। ভূমধ্যসাগরের এসব উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে রুট পরিবর্তন করে চলাচল শুরু করে বাণিজ্যিক জাহাজগুলো। এতে পণ্যের পরিবহন ব্যয় বাড়ায় বিশ্ব বাণিজ্যে সংকট তৈরী হয় এবং পণ্যের আমদানি-রপ্তানিতেও এর নেতিবাচক প্রভাব পড়ে।   
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status