ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
৬ মে ২০২৪, সোমবার

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার  বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সকাল ৯টা থেকে নবাবগঞ্জ উপজেলার পানালিয়ায় অবস্থিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে তারা। 
তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে বিভিন্ন ধরনের ব্যানার ও প্লাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেন কর্মকর্তা ও কর্মচারীরা। তারা জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি উপকেন্দ্রে একজন করে জনবল থাকবে। তবে সব ধরনের গ্রাহক সেবা ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় তারা বিভিন্ন দাবি জানান। দাবিগুলো হলো- সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন আর্থিক সুবিধাদি (পে-স্কেল, বিশেষ প্রণোদনা, বেতন ভাতাদি, এপিএ বোনাস) হতে বঞ্চিত হতে হবে না। 
(যেমন আলাদা সার্ভিস কোয হওয়াতে ৫% বিশেষ প্রণোদনা ও পে-স্কেল ২০১৫ সমিতিকে ৬ মাস পরে দিয়েছে, এপিএ বোনাস আংশিক প্রদান করে থাকে), সরকার ঘোষিত শুক্র ও শনিবার দুইদিন ছুটি পাওয়া যাবে। এ ছাড়া শান্তি বিনোদন ছুটিসহ অন্যান্য সকল ছুটির সুবিধা বাস্তবায়ন হবে, শিফটিং ডিউটি বাস্তবায়নের মাধ্যমে সঠিক ও ন্যায় সঙ্গত কর্মপরিবেশ তৈরি হবেসহ বিদ্যমান বৈষম্যগুলো দূর করার জন্য বেতন কাঠামো ও সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা বিআরইবি’র সঙ্গে সমানভাবে পরিপালন এবং পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিআরইবি’র সঙ্গে সমন্বয় চান তারা।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status