ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কিশোরগঞ্জে সঞ্চয় অভিযানের র‌্যালি আলোচনা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৬ মে ২০২৪, সোমবার

‘সবাই মিলে সঞ্চয় করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী সঞ্চয় অভিযান-২০২৪ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলা সঞ্চয় অফিস/ব্যুরো শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ র‌্যালি ও অবহিতকরণ সভা করেছে। সকালে জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বুদ্ধকরণ র‌্যালি করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে জেলা সঞ্চয় অফিসে ফিতা কেটে সঞ্চয় অভিযান-২০২৪ এর উদ্বোধন করা হয়। এ ছাড়া সঞ্চয়ের উপকারিতা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় অফিস/ব্যুরোর সহকারী পরিচালক মো. আলাউদ্দিন ভূঁইয়া। অবহিতকরণ সভায় বিআরডিবি’র অবসরপ্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন, কিশোরগঞ্জ জেলা প্রশাসনের লাইব্রেরিয়ান সারোয়ার আহম্মদ খান, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, জুয়েলারী ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে সঞ্চয়পত্রে বিনিয়োগকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভা সঞ্চালনা করেন জেলা সঞ্চয় অফিস/ব্যুরোর উচ্চমান সহকারী মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন
জেলা সঞ্চয় অফিস/ব্যুরোর সহকারী পরিচালক মো. আলাউদ্দিন ভূঁইয়া জানান, রোববার থেকে আগামী ১১ই মে পর্যন্ত সঞ্চয় অভিযান উদ্‌যাপন করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status