ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

তিতাসে চাঁদার টাকা না দেয়ায় অপহরণ করে নির্যাতন

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
৬ মে ২০২৪, সোমবার

কুমিল্লার তিতাস উপজেলায় দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় অপহরণ করে নিয়ে নির্যাতন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল সকাল ১২টায় তিতাস প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে নির্যাতিত মো. শামীম মিয়ার বড় ভাই মো. পলাশ বলেন, আমরা মঙ্গলকান্দি গ্রামের বাসিন্দা। আমার বোন পান্না আক্তারের নিকট পার্শ্ববর্তী মাছিমপুর গ্রামের বাসিন্দা ও তিতাস উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটনসহ আরও কয়েকজন মিলে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় আমার ছোট ভাই শামীমকে অপহরণ করে নিয়ে নির্যাতন করে। পরে আমি ৯৯৯-এ ফোন করলে তিতাস থানার এসআই তানভীর এসে ফরিদপুর সড়ক থেকে আহত অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে। বর্তমানে আমার ভাই তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসাধীন আছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ ঘটনার সঠিক বিচার চাই। 
এ বিষয়ে মীর শওকত লিটন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং এক কল্পকাহিনী। মূল ঘটনা হলো শামীম একজন মাদক ব্যবসায়ী ও উচ্ছৃঙ্খল। সে প্রতিদিন নামাজের সময় বিকট শব্দ করে বাইক চালায়। এতে আমার ছেলে বাধা দিলে তা নিয়ে তাদের মধ্যে কথা- কাটাকাটি হয়।

বিজ্ঞাপন
পরে বিষয়টি আমি জানতে পেরে দু’জনকে বুঝিয়ে বলি। পরবর্তীতে আবারো শনিবার তারা ঝগড়া করে। এ সময় আমি এক বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সামনে পড়ি তখনও আমি আমার ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়ে শামীমকে আমার সঙ্গে বিয়ের দাওয়াতে নিয়ে যাই। তিনি আরও বলেন, শামীম ও পান্না তারা ভাই-বোন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। তাদের মা রাশিদাও জীবিত থাকতে মাদক বিক্রি করতো। আমরা এলাকায় মাদক বন্ধের উদ্যোগ নেয়াতে তারা আমাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তুলেছে। 
এ বিষয়ে তিতাস থানার এসআই তানভীর বলেন, আমি ৯৯৯-এ ফোন পেয়ে মঙ্গলকান্দি মাদ্রাসায় গিয়ে স্থানীয়দের থেকে বিস্তারিত জেনে ফরিদপুর সড়কের দিকে যাই। এ সময় সায়েম নামের এক ছেলের সঙ্গে ভিকটিম শামীম আহতাবস্থায় আসছিল। তখন তাকে উদ্ধার করি এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status