ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

গোলাপগঞ্জের নির্বাচনী মাঠ জমে উঠেছে

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
৬ মে ২০২৪, সোমবার

শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় জমে উঠেছে গোলাপগঞ্জের নির্বাচনী মাঠ। আগামী ৮ই মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য (সাবেক চেয়ারম্যান মরহুম এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর ভাই) মঞ্জুর কাদির শাফি এলিম (দোয়াত কলম), তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন সাবেক ছাত্রলীগ নেতা ব্রাজিল যুবলীগ সভাপতি (আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেনের প্রিয়জন হিসেবে পরিচিত) আবু ছুফিয়ান উজ্জ্বল (আনারস) এবং অপর প্রার্থী হচ্ছেন- জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- তরুণ শিক্ষক উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু ছুফিয়ান আজম (টিয়া পাখি) আল ইসলাহ নেতা নাবেদ হোসেন (চশমা) ফরহাদ আহমদ (তালা) লবিবুর রহমান (টিউবওয়েল) এবং লন্ডন প্রবাসী আকমল হোসেন (বই) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার শিলা (ফুটবল) এবং নার্গিস পারভীন (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল বিকাল ৪টায় গোলাপগঞ্জ উপজেলা সদরে চেয়ারম্যান প্রার্থী এলিমের দোয়াত কলম মার্কার সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করা এবং উপজেলাবাসী শিক্ষা, চিকিৎসা, রাস্তা ঘাটসহ উপজেলার অবহেলিত জনপদের উন্নয়নের স্বার্থে আগামী ৮ তারিখে দোয়াত কলম মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান সভায় চেয়ারম্যান প্রার্থী এলিম তার বক্তব্যে বিগত বিশ মাসের দায়িত্ব পালন কালে উপজেলা পরিষদকে দল-মতের ঊর্ধ্বে রেখে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষদের সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি, দায়িত্ব পালনে সফলতা আর ব্যর্থতা বিবেচনার দায়িত্ব আপনারা জনগণের, দায়িত্ব পালনে যদি আমি ব্যর্থ হই তাহলে আপনাদের কাছে ভোট চাওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি, আর যদি দায়িত্ব পালনে আমি সফলতার স্বাক্ষর রাখতে পারি তাহলে আগামী ৮ তারিখে আমাকে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে আমার অসমাপ্ত কাজগুলো পূর্ণ করার সুযোগ দেয়ার জন্য উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান। অপর প্রার্থী আবু ছুফিয়ান উজ্জ্বল (আনারস) মার্কার সমর্থনে গতকাল বিকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মোকামবাজার ও মিরগঞ্জে পৃথক দুটি জনসভায় বক্তব্য প্রদান কালে তিনি বলেন, আমরা কুশিয়ারা অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা অনেকবার ভোট দিয়েছি কিন্তু এই এলাকার মানুষের জীবনযাত্রার আশানুরূপ মানোন্নয়ন হয়নি, আমরা আমাদের প্রাপ্য হিস্যা থেকে বঞ্চিত হয়ে আসছি, শিক্ষা চিকিৎসাসহ এই এলাকার দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে এবারের উপজেলা নির্বাচনে আমি প্রার্থী হয়েছি, আগামী ৮ তারিখ আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে উপজেলার অবহেলিত বঞ্চিত মানুষের স্বার্থে তাহাকে বিজয়ী করার আহ্বান জানান। শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (ঘোড়া মার্কার সমর্থনে) গতকাল বিকালে উপজেলার সদর ইউনিয়নের কারখানা বাজার এবং রানাপিং বাজারে পৃথক দুটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমান চেয়ারম্যানকে ইঙ্গিত করে বলেন, দীর্ঘদিন থেকে একই পরিবারের হাতে উপজেলা পরিষদের দায়িত্ব থাকায় সাধারণ জনগণ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন তাই আগামী ৮ তারিখের নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট দিয়ে তাহাকে বিজয়ী করার মাধ্যমে গোলাপগঞ্জের মানুষকে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status