ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সাধারণ মানুষ প্রহসনের উপজেলা নির্বাচনে অংশ নেবে না: কাইয়ুম চৌধুরী

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
৬ মে ২০২৪, সোমবার

সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন- দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতাকে গলাটিপে হত্যা করা হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করা হয়েছে। মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের আশা-আকাঙ্ক্ষা অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাকস্বাধীনতা প্রয়োগের জন্য অনেক মানুষকে জেল-জুলুম ভোগ করতে হয়েছে ও হচ্ছে। সর্বোপরি দেশে এক ভয়াবহ ক্রান্তিকাল চলছে। বিএনপি’র নেতৃত্বে সমমনা রাজনৈতিক দলগুলো জনগণকে সঙ্গে নিয়ে ‘নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ১ দফার দাবিতে আন্দোলন করছে। এমন পরিস্থিতিতে কোনো পাতানো ও ডামি উপজেলা নির্বাচনে সাধারণ মানুষ অংশ নিবে না। গতকাল বেলা ৩টার দিকে জৈন্তাপুর উপজেলা সদরে সিলেট জেলা বিএনপি’র উদ্যোগে আসন্ন উপজেলা নির্বাচন বর্জন করেতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণপূর্ব উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কুদরত উল্লাহ ভাণ্ডারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দীর্ঘ দেড় দশক ধরে দেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য কোনো নির্বাচন হচ্ছে না।

বিজ্ঞাপন
এ সময় সিলেট জেলা বিএনপি ও জৈন্তাপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- রফিকুল ইসলাম শাহপরান শাকিল মোর্শেদ, এডভোকেট আল আসলাম মুমিন, মাহবুব আলম, ইন্তাজ আলী চেয়ারম্যান, বাহারুল ইসলাম বাহার চেয়ারম্যান, আবুল কাশেম ও আক্তার হোসেন প্রমুখ। এদিকে, বিকালে গোয়াইনঘাট উপজেলা সদরে সিলেট জেলা বিএনপি’র উদ্যোগে আসন্ন উপজেলা নির্বাচন বর্জন করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status