ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

প্রথম জয় ব্রাদার্সের

স্পোর্টস রিপোর্টার
৪ মে ২০২৪, শনিবার
mzamin

অবশেষে জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া দলটি গতকাল শেষ পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে এবারের প্রিমিয়ার লীগে প্রথম জয় তুলে নেয়। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গতকাল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৩-২ গোলে হারায় ব্রাদার্স। শেখ জামালের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল গোপীবাগের দলটি। টানা ১৩ ম্যাচ জয়হীন থাকার পর প্রথম জয়ের উচ্ছ্বাস সঙ্গী হলো ব্রাদার্সের। তারপরও ১৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে তারা আছে তলানিতেই। টানা তৃতীয় ম্যাচ হারল শেখ জামাল; ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা। এদিন ব্রাদার্স শুরু থেকে চাপ দিতে থাকে শেখ জামালের রক্ষণে। প্রথম ভালো সুযোগটিও তৈরি করে তারা; তবে মাহামুদুল হাসান কিরণের ভুলে বল পেয়ে বক্সের বাইরে থেকে উসমান তোরের নেওয়া শট পোস্ট ঘেঁষে যায় বাইরে। ২৫ মিনিটে সুবর্ণ সুযোগ আসে শেখ জামালের আল আমিনের সামনে।

বিজ্ঞাপন
ইগোর লেইতের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন আল আমিন, গোলরক্ষককে পেয়ে যান একা, কিন্তু দুরূহ কোণ থেকে তার নেওয়া শট কাঁপায় বাইরের জাল। প্রথমার্ধের শেষ দিকে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় ব্রাদার্স। মাঝমাঠে বল পেয়ে অনেকটা এগিয়ে রাব্বী হোসেন রাহুল পাস বাড়ান বাম প্রান্তে থাকা এলিটা কিংসলেকে। এই ফরোয়ার্ড বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে পরাস্ত করেন গোলরক্ষককে। বিরতির পর একটু একটু করে ছন্দে ফিরতে থাকে শেখ জামাল। এ অর্ধের শুরুতে লেইতের ফ্রি কিক ঝাঁপিয়ে আটকান ব্রাদার্স গোলরক্ষক হেলাল মিয়া। ৭২তম মিনিটে বক্সের মধ্যে জায়েদ আহমেদকে ফাউল করে বসেন আজিজুল হক অনন্ত, পেনাল্টির বাঁশি বাজান রেফারি; সফল স্পট কিকে সমতা ফেরান লেইতে। দুই মিনিট পরই এগিয়ে যায় শেখ জামাল। প্রায় ৩০ গজ দূর থেকে মোহাম্মদ আব্দুল্লাহর ফ্রি কিকে হেডে জাল খুঁজে নেন উজবেকিস্তানের মিডফিল্ডার শাখজোদ শাইমানোভ। ৮৪তম মিনিটে ঘুরে দাঁড়ায় ব্রাদার্স। বদলি নামা ইনসানের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে ডান পায়ের শটে সমতা ফেরান মহসিন আহমেদ। পাঁচ মিনিট পর দারুণ এক গোলে ব্রাদার্সকে এগিয়ে নেন রাহুল। মিরাজুল ইসলামের থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে বাম দিক দিয়ে আক্রমণে ওঠে তিনি, দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে কোনাকুনি শটে খুঁজে নেন জাল।  হতাশার বলয় থেকে বেরিয়ে প্রথম জয়ের আনন্দে মাতে ব্রাদার্স। 

আবারও পয়েন্ট খোয়ালো মোহামেডান 

একের পর এক ম্যাচে পয়েন্ট খুইয়ে শিরোপা রেস থেকে ছিটকে পড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।  এবার তারা ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। গতকাল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা। এটি ১৪তম ম্যাচে সপ্তম ড্র লীগে একমাত্র অপরাজিত থাকা মোহামেডানের। গতকাল ম্যাচের ২৭তম মিনিটে চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডারের ভুলে এগিয়ে যায় মোহামেডান। সাদা-কালোদের গোলটি করেন আরিফ হোসেন। ৩৪তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ডেভিড ওজুকু অসাধারণ ফ্রি-কিকে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান। এ ড্র’য়ের ফলে ১৪ ম্যাচে সাত ড্র আর সাত জয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুুই নম্বরে রয়েছে মোহামেডান। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে চট্টগ্রাম আবাহনী। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ১৩ ম্যাচে  ২৫ পয়েন্ট নিয়ে তিনে আবাহনী লিমিটেড।  

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status