ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিনোদন

যেমন আছেন ‘কাটা লাগা’খ্যাত শেফালি

বিনোদন ডেস্ক
৪ মে ২০২৪, শনিবার
mzamin

১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সমাধি’ সিনেমার ‘কাটা লাগা’ গানের রিমেক করা হয় ২০০২ সালে। আর এতে মডেল হিসেবে কাজ করে নজর কাড়েন ১৯ বছর বয়সী ভারতীয় মডেল শেফালি জরিওয়ালা। এরপর ২০০৪ সালে ডেভিড ধাওয়ান পরিচালিত সালমান খান, অক্ষয় কুমার এবং প্রিয়াংকা চোপড়া অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন শেফালি। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। কিন্তু এর পর থেকে তাকে আর বলিউডের পর্দায় দেখা যায়নি। কারণ অসুস্থতা আঁকড়ে ধরেছিল তাকে। মাত্র ১৫ বছর বয়সেই মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক সমস্যা আরও বাড়তে থাকে। সে সময় যখন তখন, যেকোনো জায়গায় তার মৃগী রোগ চেপে বসতো।

তিনি বলেন, ‘কাটা লাগা’ গানের পর যখন আমি মঞ্চে পারফর্ম করতাম, বিভিন্ন জায়গায় প্রচুর ঘুরতে হতো, তখন এই রোগ আমাকে চেপে ধরতো। ধীরে ধীরে মৃগী রোগ থেকে মুক্তি পান শেফালি।

বিজ্ঞাপন
এ বিষয়ে তিনি বলেন, চিকিৎসকদের সহায়তা আমাকে সেরে উঠতে সাহায্য করে। মানসিকভাবে আমি শক্তিশালী হয়েছি, শারীরিকভাবেও ফিট হয়েছি। ২০০৪ সালে তিনি প্রেম করে বিয়ে করেন সংগীত পরিচালক হরমিত সিংহকে। কিন্তু এই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৯ সালেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর হিন্দি ধারাবাহিকের অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায়। এরপর টেলিভিশনের খ্যাতনামা তারকা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০১৪ সালে বিয়ে করেন। পরবর্তীতে ২০১৬ সালে বোনের সঙ্গে ব্যবসা শুরু করেন শেফালি। ২০১৯ সালে রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেন তিনি। কিন্তু চূড়ান্ত পর্বে পৌঁছানোর আগেই শো থেকে বেরিয়ে যান। সেবছরই ‘বু সব কি ফাটেগি’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেন শেফালি। এর পর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। 
 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status