ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

এমসিসি’র তহবিল থেকে অর্থ গায়েব

স্পোর্টস ডেস্ক
৪ মে ২০২৪, শনিবার

ক্রিকেটের ঐতিহাসিক ও অভিজাত ক্লাব এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) তার সদস্যদের জানিয়েছে, ক্লাব তহবিলের অর্থ অপব্যবহার হয়েছে। যার কারণ খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, এমসিসি তহবিলের অর্থ আত্মসাৎ হয়েছে। এমসিসি ক্রিকেটের সবচেয়ে সক্রিয় ক্লাব হিসেবে পরিচিত। লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক ও ক্রিকেটের আইনপ্রণেতা প্রতিষ্ঠান তারা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আগে এমসিসিই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ছিল। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় পঁচিশ হাজার। এমসিসি তহবিলের অর্থ গায়েবের ঘটনাটি সামনে এনেছে দ্য টেলিগ্রাফ। যুক্তরাজ্যের সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুধবার এমসিসির বাৎসরিক সাধারণ সভায় এর কোষাধ্যক্ষ ক্রিস রজার্স সদস্যদের তহবিল গায়েব হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। বলেছেন, অর্থ হারিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে আইনজীবীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
ক্লাবের পক্ষ থেকেও আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি পর্যালোচনা করা হবে। ২০২৩ সালে এমসিসি রেকর্ড আয় করেছে। জুলাইয়ে লর্ডসে অ্যাশেজের ম্যাচ আয়োজনের বছরটিতে মোট ৬ কোটি ৭০ লাখ ৮০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৯৩১ কোটি টাকার বেশি) আয় করে এমসিসি। এর মধ্যে ২ কোটি ৭০ লাখ ২০ হাজার পাউন্ড টিকিট বিক্রি এবং ২ কোটি ৬ হাজার হসপিটালিটি থেকে আয় হয়। টেলিগ্রাফের খবরে রজার্সের বার্ষিক সাধারণ সভার বক্তব্য উদ্বৃত করে বলা হয়, অর্থ গায়েব হলেও ২০২৩ সালের বাৎসরিক হিসাবের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন নেই, ‘আমরা এখন ক্লাবের অর্থ অপব্যবহারের তদন্তের মধ্যে আছি। এটা বাইরের আইনজীবীদের তদন্তের আওতায় থাকায় এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে এটি বলতে পারি যে ২০২৩ সাল ও এর আগের হিসাবের বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নেই।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status