ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিনোদন

এই ঈদেও ফারহান ম্যাজিক

স্টাফ রিপোর্টার
১ মে ২০২৪, বুধবার
mzamin

তার চোখেমুখে অভিনয়। বডি ল্যাংগুয়েজও সেটা বলে। নানান চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। যে চরিত্রই করেন, সেটাই যেন ধারণ করে ফেলেন সাবলীলভাবে। তিনি মুশফিক আর ফারহান। ছোট পর্দায় চলতি প্রজন্মের সবচাইতে মেধাবী অভিনেতা ধরা হয় তাকে। মধ্যে নাটকে বেশ কম কাজ করেছেন। তবে এবার ঈদে ছোট পর্দা মাতিয়েছেন এ অভিনেতা। গতানুগতিক কমেডি কিংবা রোমান্টিক নাটকে অভিনয় করে গা ভাসিয়ে দেননি তিনি। এবারো যার প্রমাণ রেখেছেন নিজের কাজে।

বিজ্ঞাপন
তার অভিনীত বেশির ভাগ নাটকই ছিল এবার দর্শকপ্রিয়তায়। ঈদে প্রচারিত ‘নিখোঁজ’ নাটকে একজন অসহায় বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি, যে কিনা তার ছোট মেয়েকে বিক্রি করে দেন। যদিও ঘটনা পরে অন্যদিকে মোড় নেয়। অন্যদিকে পারিবারিক সম্পর্কের নাটক ‘বোঝা’তে তিনি কাজ করেছেন অসহায় বৃদ্ধ বাবা-মা’কে আগলে রাখা এক আদর্শবান তরুণের চরিত্রে। ‘বিসর্জন’ নাটকে তিনি অভিনয় করেছেন পরিবারের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেয়া সন্তানের ভূমিকায়। এ নাটকগুলো ছাড়াও ফারহানের ‘ঠিকানা’, ‘হ্যাপি ওয়েডিং’, ‘তোমাতে হারাই’, ‘তুই আমারই’, ‘উভয় সংকট’ নাটকগুলোতে ফারহান তার অভিনয়ের ম্যাজিক ছড়িয়েছেন। এ অভিনেতা বলেন, খুব বেশি কাজ করছি না এখন। কমিয়ে দিয়েছি আগের থেকে। তবে নিজেকে ভেঙে চুরে উপস্থাপন করা যায় এমন নাটকই করার চেষ্টা করছি। এই ঈদেও তেমন নাটকেই আমাকে দর্শক পেয়েছেন। ফারহান আরও বলেন, চাপ নিয়ে কাজ করতে চাই না এখন। সময় নিয়ে একটি কাজ ভালোভাবে শেষ করতে চাই। যখন যেটা করবো তাতেই শতভাগ দিতে চাই। সামনেও এই ধারা অব্যাহত থাকবে। 
 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status