ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

আইসিসিকে নিয়ে তেল আবিবে আতঙ্ক

মানবজমিন ডেস্ক
১ মে ২০২৪, বুধবার
mzamin

তেল আবিবে আতঙ্ক। কারণ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলের শীর্ষ স্থানীয় নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইসরাইল আন্তর্জাতিক নীতি উপেক্ষা করে গাজায় ৬ মাসের বেশি সময় ধরে নিরীহ মানুষকে হত্যা করছে। তারা মানুষকে হত্যা করে গণকবর দিয়েছে। সেসব গণকবর থেকে উদ্ধার করা হচ্ছে মৃতদের  দেহাবশেষ। এ নিয়ে ক্ষিপ্ত দুনিয়ার অনেক দেশ। ইসরাইলের সেনাবাহিনী ও কর্মকর্তাদের বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ এ আদালত সম্ভাব্য যে পদক্ষেপ নিতে যাচ্ছে সে সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন নেতানিয়াহু। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইসিসি কি পদক্ষেপ নেয় সে বিষয়ে তারাও নজর রাখছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় আইসিসি।

বিজ্ঞাপন
এর উদ্দেশ্য হলো বিশ্বে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও আগ্রাসন চালানোর মতো নৃশংসতম কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা। যে রোম সনদের ভিত্তিতে আইসিসি প্রতিষ্ঠিত হয়, তা গ্রহণ করা হয় ১৯৯৮ সালে। 

৬০টি দেশের সমর্থনের পর  ২০০২ সালের ১লা জুলাই থেকে কাজ শুরু করে আন্তর্জাতিক এ আদালত। জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিসিকে অনুমোদন দিলেও এ আদালত মূলত স্বাধীন। নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় আইসিসি সন্দেহভাজন ব্যক্তিদের  গ্রেপ্তারে সদস্যদেশগুলোর ওপর নির্ভর করে থাকে। এমন ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে এটি এক বড় বাধা। প্রধানমন্ত্রী  বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন- ইসরাইল তার আত্মনিয়ন্ত্রণের সহজাত অধিকার ক্ষুণ্ন করে- আইসিসি’র এমন কোনো  চেষ্টা মেনে নেবে না। যদিও আইসিসি’র নির্দেশ ইসরাইলের কর্মকাণ্ডে প্রভাব ফেলবে না, তবু এটি এক বিপজ্জনক নজির সৃষ্টি করবে। এরপর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার বলেছে, আদালত ইসরাইলের জ্যেষ্ঠ রাজনীতিক ও সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে- এমন ‘সব গুজব’ সম্পর্কে বিদেশি মিশনগুলোকে অবগত করেছে তারা। তবে এ গুজবের সূত্র সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানায়নি। এপি’র এক ই-মেইল বার্তায় এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আদালতের প্রসিকিউশন দপ্তর।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status